এপ্রিল ২৫, ২০২১
কলারোয়ায় কৃষকদের মাঝে সার বীজ বিতরণ
![]() কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বীজ ও সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, রবিউল হাসান, স,ম মোরশেদ আলী,আফজাল হোসেন হাবিলসহ ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকবৃন্দ। উল্লেখ্য,২০২০-২১’ অর্থ বছরে মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার শত শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারি বরাদ্দকৃত বীজ ও সার বিতরণ করা হয়েছে বলে জানা যায়। 6,235,371 total views, 2,356 views today |
|
|
|