এপ্রিল ১০, ২০২১
করোনা প্রতিরোধে এমপি রবির স্বাস্থ্য বিধি মেনে চলার আহŸান
![]() নিজস্ব প্রতিনিধি: মহামারি প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলা ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে সাতক্ষীরাবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহŸান জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মাস্ক পরে থাকুন। জীবন বাঁচান। আপনার হাত পরিষ্কার রাখুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যথাযথ সতর্কতা অবলম্বন করে নিজেকে এবং আপনার পরিবার ও চারপাশের মানুষদের সুরক্ষিত রাখুন এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও স্বাস্থ্য বিভাগের দেওয়া পরামর্শ মেনে চলুন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করে করোনা প্রতিরোধে বিদ্যমান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সচেতনতার সাথে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন এমপি রবি। বাংলাদেশে ইতোমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে এবং দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক ভাবে বেড়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে যথাযথ প্রস্তুতি ও বেঁচে থাকার তাগিদে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানিয়ে এমপি রবি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বা সংক্রমণ থেকে বাঁচতে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়া। কারণ সাবান পানি দিয়ে হাত ধোয়া হলে তা হাতে থাকা জীবাণুকে মেরে ফেলে। একই কারণে সাবান-পানি না থাকলে অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড রাব বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 6,235,282 total views, 2,267 views today |
|
|
|