এপ্রিল ২৫, ২০২১
এতিম শিশুদের ইফতার করালেন এমপি রবি
![]() নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের মাগফিরাত এর দ্বিতীয় দিনে সাতক্ষীরায় দারুল হাদীছ আহ্মাদিয়া সালাফিইয়াহ মাদরাসা ও ইয়াতীমখানার এতিম শিশুদেরকে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৫ এপ্রিল) ১২ রমজান বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরার বাঁকালস্থ দারুল হাদীছ আহ্মাদিয়া সালাফিইয়াহ মাদরাসা ও ইয়াতীমখানায় যান এমপি রবি এবং এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় এমপি রবি দারুল হাদীছ আহ্মাদিয়া সালাফিইয়াহ মাদরাসা ও ইয়াতীমখানার এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন। 6,235,191 total views, 2,176 views today |
|
|
|