নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) উপজেলা বিভিন্ন ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে বেউলা গ্রামের জয়নাল ও রিপনকে ৪০০ টাকা, মহেশ্বরকাটি মৎস্য সেটে আলম ফিস এর স্বত্বাধিকারী নজরুল ইসলামকে ৫০০ টাকা, গড় কোমরপুর গ্রামের এফজেতুল্লাহ সানার পুত্র মিন্টুকে ১০০০ টাকা, বড়দল গ্রামের মনিরুজ্জামান ও হাসিব হোসেনকে ৪০০ টাকা, মোট ২৩০০ টাকা জরিমানা করা হয়।