নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার উপজেলার গোয়ালডাঙ্গা বাজার, মানিকখালি ব্রীজ, মহেশ্বরকাটি, কুল্যার মোড়সহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় তিনি সকলকে মাস্ক পরতে, জনসমাগম এড়িয়ে চলতে, অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করতে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা প্রতিরোধে সকল স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। মাস্ক ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এমটি ইপিআই (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ। এছাড়া করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ প্রচারের অংশ হিসাবে উপজেলা ব্যাপী মাইকিং করা হচ্ছে।