Site icon suprovatsatkhira.com

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশের সাফল্য তুলে ধরে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি : ‘বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান- স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন করতে শনিবার ও রবিবার উপজেলা পরিষদ চত্বরে সকালে আনন্দ মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুবশক্তি’ শীর্ষক রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার ও প্রশিক্ষিত ১২ যুবককে ৬ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।
বিকালে দেশের সার্বিক উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন, উপজেলার অটিষ্টিক ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, আর্ট অ্যাগনেষ্ট করোনা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২০৪১ সালে বাংলাদেশ হবে নান্দনিক বিষয়ের উপর উপস্থিত বক্তৃতা, সেনার মানুষ চাই বিষয়ক জারিগান, জঙ্গি বিরোধী চলচিত্র প্রদর্শন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতা, স্থানীয় বিভিন্ন উন্নয়ন বিষয়ক তথ্য সমৃদ্ধ ভিডিও চিত্র প্রদর্শন, সাইবার অপরাধের বিষয়ে প্রামাণ্য চিত্র, কৌতুক অভিনয় ও ‘মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি’ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ের আগে আশাশুনি প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পিআইও সোহাগ খান, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এসকে হাসানসহ সকল সাংবাদিকবৃন্দ ও রিপোটার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান,সেক্রেটারি আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version