ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট, ব্যবসায়ী ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১০টায় ভোমরা স্থলবন্দরের প্রশাসনিক ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষ এ মতবিনিময় সভার আয়োজন করে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে.এম তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ-পরিবহণ মন্ত্রণায়লয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন চেীধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও জেলা প্রশাসক এস, এম মোস্তফা কামাল। মতবিনিময় সভায় ভোমরা স্থলবন্দরের সকল প্রকার সুবিধা-অসুবিধা সম্ভাবনা উল্লেখ করে বক্তব্য রাখেন ব্যবসায়ী অতিথিবৃন্দ।
এছাড়া মতবিনিময় সভায় ভোমরা স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী পরিচালক আমীর মানুন, সি অ্যান্ড এফ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, ব্যবসায়ী আল ফেরদৌস আলফা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের জুনিয়র অফিসার মো. হাবিবুর রহমান তালুকদারসহ ডিজিএফ আই, বিজিবি, ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী ও বন্দরের অংশীজনেরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে নৌ-পরিবহণ মন্ত্রণায়লয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন চেীধুরী ভোমরা স্থলবন্দর পর্যবেক্ষণ করে সার্বিক খোজ খবর নেন।