Site icon suprovatsatkhira.com

চুকনগরে নদীতে পড়ে ৮বছরের শিশুর মৃত্যু

চুকনগর প্রতিনিধি: চুকনগরে নদীতে পড়ে সন্দীপ বিশ্বাস নামে‌ ৮ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর (মালোপাড়া) গ্রামের বাসুদেব বিশ্বাসের পুত্র।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সন্দীপ তার পিতার সাথে বাড়ির পাশের ভদ্রা নদীতে মাছ মারতে যায়। পিতা শিশুটিকে নদীর পাড়ে বসিয়ে রেখে জাল দিয়ে মাছ মারতে থাকে। এরই ফাঁকে কোন এক সময় শিশুটি নদীর পানিতে পড়ে যায়। সকাল আনুমানিক ৯টার দিকে মাছ মারা অবস্থায় পাশে তাকিয়ে দেখে সন্দীপ বসা আছে কিনা। কিন্তু তাকে বসার স্থানে দেখতে না পেয়ে জাল দড়ি ফেলে ছুটে এসে তার পুত্রকে খুঁজে না পেয়ে নদীতে ঝাপিয়ে পড়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু পুত্রকে পানিতে খুঁজে না পেয়ে দৌঁড়ে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে তাকে খুঁজে না পেলে বাসুদেব পুত্রের জন্য পাগলের মত দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। এসময় এলাকার লোকজন তার বাড়িতে আসলে সকলে মিলে নদীর পাড়ে যায় শিশুটিকে খুঁজতে। প্রায় শতাধিক লোক পানিতে নেমে পড়ে তাকে খোঁজার জন্য। খোঁজাখুঁজির এক পর্যায়ে সাড়ে ৯টার দিকে সাধন বিশ্বাস নামে এক ব্যক্তি তাকে পানির নিচ থেকে তুলে আনেন। ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

 

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version