নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। গত ২মার্চ সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের যোগরাজপুরে এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং- ১৬, তাং- ০৫/০৩/২০২১।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ দুপুর ১টার দিকে শিশু কন্যা (৫) খাবার কেনার জন্য পার্শ্ববর্তী দোকান যায়। সে সময় সুযোগ বুঝে একই মৃত মোহাম্মদ আলী সরদারের পুত্র আবুল হোসেন সরদার(৬৫) শিশুটিকে আইসক্রিম খেতে দেওয়ার লোভ দেখিয়ে তার দোকানে ডেকে নিয়ে যায়। পরে ঘরের মধ্যে নিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে আবুল হোসেন ছেড়ে দেয়। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করার কারণে জানতে চাইলে তার মাতাকে বিষয়টি বলে। শিশুটির মাতা বিষয়টি আবুল হোসেনের কাছে জানতে চাইলে সে কাউকে কিছু না বলার অনুরোধ জানান। এঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম বিভিন্ন মহলে তদবির চালিয়ে যাচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করেছেন।
বিষয়ে ইউপি সদস্য মফিজুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। আর এসব বিষয়ে মিমাংসার চেষ্টার কোন প্রশ্নই ওঠে না। সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এঘটনায় আসামীকে আটক করা হয়েছে।
আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/