Site icon suprovatsatkhira.com

করোনা মেকাবেলায় জেলা পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশের সতর্কতামূলক প্রচারণার অংশ হিসেবে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। রবিবার (২১ মার্চ) বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

এ সময় করোনায় স্বাস্থ্য বিধি মেনে চলতে ও আত্মসুরক্ষায় সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা। শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী গাড়িতে গাড়িতে লাগিয়ে দেয়া হয় সচেতনতামূলক লিফলেট ও স্টিকার।

এ সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ডা, আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version