Site icon suprovatsatkhira.com

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর ছুরিকাঘাত ও মধ্যরাতে ছাত্রাবাসে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানোর প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মুখ সড়কে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম নীরবের সঞ্চালনায় মানববন্ধনে সাতক্ষীরার সর্বস্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা এই বর্বরোচিত হামলাকে উদ্বেগজনক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার অন্তরায় উল্লেখ করে বলেন, বরিশালে শিক্ষার্থীদের উপর যারা এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে তাদের দ্রæত চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে ছাত্ররা এসব মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version