Site icon suprovatsatkhira.com

মুনসুর আহমেদের মৃত্যুতে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফ্রেব্রæয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের ২য় তলায় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহŸায়ক অ্যাড. আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুচ আলী, অ্যাড. অরুণ ব্যানার্জি, অ্যাড. নওসের আলী, অ্যাড. রহুল আমীন, অ্যাড. রফিকুল এলাহী বিশ্বাস, অ্যাড. মোস্তফ নুরুল আলম, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. স্বপন কুমার, অ্যাড. রাজীব রায় চৌধুরী, অ্যাড. তপন কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব অ্যাড. সাহেদুজ্জামান সাহেদ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. ওসমান গনি বলেন, মুনছুর আহমেদে শুধু একজন নেতা নন তিনি একজন জননেতা। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি তার ব্যক্তি জীবনে একেবার রুট লেবেল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতির মত গুরুত্বপূর্ণ পদে এসেছিলেন। তিনি ছিলেন গণমানুষের নেতা। জেলা আওয়ামী লীগের সংকটে ও সংগ্রামে সবসময় তিনি ছিলেন অগ্র-সেনা। সাতক্ষীরার জনগণ তাকে সারাজীবন স্মরণ করবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version