ফেব্রুয়ারি ৪, ২০২১
প্রধানমন্ত্রীর গাড়িবহর হামলা মামলার রায়: সাবেক এমপি হাবিবের ১0 বছরের সাজা
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীর গাড়ি বহর হামলা মামলায় কলারোয়ার সাবেক এমপি হাবিব সহ তিন জনের ১০ বছরের সাজা প্রদান করেছে আদালত। এছাড়া মামলায় অন্যান্য আসামিদের পৃথক প্রথক মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে সর্বনি¤œ ৪ বছরের সাজা প্রদান করা হয়েছে বলে সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার বিজ্ঞ চিফ জুডিশিয়াল মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবিরের আদালতে এ রায় শোনানো হয়। এর আগে গত ২৭ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক শেষে করারোয়ার সাবেক এমপি হাবিব সহ ৩৪ জনকে কারাগারে প্রেরণ করে আদালত। কারাগরে থাকা আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, আশরাফ হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শেখ তামিম আজাদ মেরিন, আব্দুর রকিব মোল্যা, আক্তারুল ইসলাম, আব্দুল মজিদ, হাসান আলী, ময়না, আব্দুস সাত্তার, তোফাজ্জেল হোসেন সেন্টু, জহুরুল ইসলাম, গোলাম রসুল, অ্যাড. মো. আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, আলতাফ হোসেন, শাহাবুদ্দিন, সাহেব আলী, সিরাজুল ইসলাম, রকিব, ট্রলি শহিদুল, মনিরুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, ইয়াছিন আলী, শেলী, শাহিনুর রহমান, দিদার মোড়ল, সোহাগ হোসেন, মাহাফুজার মোল্যা, আব্দুল গফ্ফার গাজী, রিঙ্কু, টাইগার খোকন ওরফে বড় খোকন। মামলায় পলাতক আসামিরা হলেন, আব্দুল কাদের বাচ্চু, মফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন, খালেদ মঞ্জুর রোমেল, আরিফুর রহামন, রিপন, ইয়াছিন আলী, রবিউল ইসলাম, আব্দুর রব, জাবিদ, রায়হান লাকী, সঞ্জু ও মাহফুজুর রহমান। 8,416,634 total views, 407 views today |
|
|
|