Site icon suprovatsatkhira.com

গণতন্ত্র হত্যা দিবস ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট : তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি’র শাসনামলে ১৯৯৬ সালে ১৫ ই ফেব্রæয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ।

সোমবার (১৫ ফেব্রæয়ারি) সকাল ১০টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজের নেতৃত্বে জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল হক নান্টুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা ও যুবনেতা তানভীর কবির রবিন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠুন ব্যানার্জী, সাবেক ছাত্র নেতা ও যুবনেতা রাকিবুল হাসান বাপ্পি, যুবনেতা মাসুদ পারভেজ, শাকিল হোসেন, ইসরাফিল হেসেন, ছাত্র নেতা আশিক রেজা অপু সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version