ফেব্রুয়ারি ৬, ২০২১
নৌকা প্রতীকের গণসংযোগ
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি নৌকার মাঝি শেখ নাসেরুল হক’র পক্ষে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার (৬ ফেব্রæয়ারি) সকাল থেকে পৌরসভার ১নং ওয়ার্ডের নারিকেলতলা থেকে থানাঘাটা ব্রিজ পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে এবং পথচারী ও এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক’র পক্ষে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, জেলা আওয়ামী লীগের সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য এস.এম শওকত হোসেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল হক নান্টু, অ্যাড. আব্দুল বারী, সৈয়দ হাসান ইমাম, শাহিদ উদ্দিন, জুলফিকার আলী ভূট্টো, শামীম, ময়না, খালেক, সৈয়দ রেজাউল ইসলাম টুটুল, আজিজুল ঢালী, সাঈদ উদ্দিন, ছাত্রলীগ নেতা শীতলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 6,235,280 total views, 2,265 views today |
|
|
|