ফেব্রুয়ারি ১১, ২০২১
গভীর রাতে বসত বাড়িতে আগুন : ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা
![]() ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা শহরের সুলতাপুর কাজী পাড়ায় গভীর রাতে দুটি বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রæয়ারি) ভোর রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে বিধবা সকিনা বেগমের ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী শেখ আহসানুর রহমান রাজীব জানান, রাত দুইটার দিকে হঠাৎ দেখি আমার প্রতিবেশী সকিনা বেগমের বাড়িতে দাউ দাউ করে আগুন জলছে। তারপর আমি ডাক-চিৎকার দিয়ে ছুটে যাই। এরপর স্থানীয়দের সহযোগিতায় ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী সকিনা বেগম জানায়, স্বামী হারিয়ে দুই ছেলে নিয়ে কোন রকমে দিন কাটছিল। এরমধ্যে আগুনে পুড়ে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। তিনি আরও জানান, আমার দুই সন্তানের মধ্যে একজন প্রতিবন্ধী। আমি এখন সন্তান নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছি। ভুক্তভোগী ওই নারী সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানিয়েছেন। এদিকে অগ্নিকান্ডে খবর শুনে তাৎক্ষণিক ভুক্তভোগীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজ। তিনি জানান, অনাকাঙ্খিতভাবে আগুনে ঘর পুড়ে যাওয়ার বিষয়টি দৃষ্টি গোচর হলে আমি তাৎক্ষণিক ভাবে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করেছি। তিনি আরও জানান, ঘর নির্মাণের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ সহায়তা প্রদানকালে ওই এলাকার শেখ মিয়াজ মাহমুদ বিমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি মিঠুন ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন। 6,235,093 total views, 2,078 views today |
|
|
|