ফেব্রুয়ারি ১৮, ২০২১
কয়লা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বাবুর গণসংযোগ
নিজস্ব প্রতিনিধি : আগামী ১১ এপ্রিল কলারোয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা পথসভা ও গণসংযোগ করছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনি গণসংযোগ করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইতালী নেপোলি আওয়ামী লীগের কার্যকরী সদস্য শেখ বাবু আহমেদ। বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারি) বিকালে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে গণসংযোগ করেন তিনি। জনগণের দোয়া ও সমর্থনের আহŸান জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ বাবু আহমেদ বলেন, ‘বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। আপনারা আমাকে নির্বাচন করতে উৎসাহ দিয়েছেন। আপনারাই আমাকে নির্বাচিত করবেন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেবেন। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি। এ সময় ৩ নং কয়লা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, কলারোয়া থানা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ আশরাফ আলী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,413,060 total views, 1,213 views today |
|
|
|