ফেব্রুয়ারি ৭, ২০২১
কাঁকড়া ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
![]() গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কাঁকড়া ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে তিন লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় কাঁকড়া ব্যবসায়ী রবিণ সানা জানান, ব্যাবসার কাজ শেষে বাজার থেকে বাড়ি ফেরার পথে হরিনগর কৃষ্ণ মন্দিরের পাশে পৌঁছালে পুলিশ পরিচয়ে মোটরসাইকেলে থাকা দুইজন ব্যক্তি আমাকে দাড় করিয়ে তল্লাশি শুরু করে। এ বিষয়ে আমি শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 2,587,587 total views, 677 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|