Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ২৮৩ বোতল ফেন্সিডিল সহ আটক তিন

ডেস্ক রিপোর্ট : কলারোয়ায় ইঞ্জিন-চালিত নছিমন থেকে বিশেষ কায়দায় লুকানো ২শ’ ৮৩ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক-ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রæয়ারি) দুপুরে কলারোয়া সীমান্তের তিতলার মোড় থেকে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর জেলার বেনাপোল থানার উত্তর বারোপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর মোহাম্মদ, একই থানার মশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহবুব ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইদুর রহমান সাঈদ। কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) বিল্লাল হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে কলারোয়া সীমান্ত থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল টিম উপজেলা তিতলার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি ইঞ্জিন-চালিত নছিমনসহ উক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের স্বীকারোক্তি মোতাবেক ইঞ্জিন-চালিত নছিমনের বডির ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা ২শ’ ৮৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version