Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ট্রলার ডুবির ৫৪ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া ৩ শ্রমিকের মধ্যে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় বকচর গ্রামের মনজিল গাজীর ছেলে নিখোঁজ বাবর আলি (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরীদল। বাংলাদেশ ফায়ার সার্ভিস’র সাতক্ষীরা উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, ফায়ার সার্ভিস ও কোষ্ট গার্ডের ডুবুরি দল নিখোঁজ ৩ শ্রমিককে উদ্ধারের জন্য কপোতাক্ষ নদে টানা তল্লাসির ৫৪ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের বিপরীতে নদীর তীরে অর্থাৎ নিখোঁজস্থল থেকে প্রায় ৫শ’ মিটার দুরে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অর্ধ-গলিত মরদেহটি বাবর আলীর বলে তার স্বজনেরা নিশ্চিত করেছেন। তিনি বলেন বাকি দু’জনের লাশ না পাওয়া পর্যন্ত আমাদের তল্লাসি চলবে। খবর পেয়ে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা নিখোঁজ বাবর আলীর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি আম্পানের আঘাতে ভেঙে যাওয়া উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া গ্রামের কপোতাক্ষ নদের পাউবো’র বেড়ি-বাঁধ সংস্কার কাজ চলছিল। গত মঙ্গলবার (১৬ ফেব্রæয়ারি) ভোর ৬ টার সময় সংস্কার কাজে নিয়োজিত ১২ শ্রমিক ট্রলারে নদী পার হওয়ার সময় প্রবল ¯্রােতে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাবে গুরুতর আহত একজনসহ ৯ শ্রমিকের হদিস মিললেও ৩ জনের কোন খোঁজ মেলেনি। গতকাল বৃহস্পতিবার নিখোঁজ বাবর আলীর মৃতদেহ উদ্ধার হলেও বিকাল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি শ্রমিক একই গ্রামের ফজলে সানার পুত্র শফিকুল ও পুইজালা গ্রামের মানিক মোড়লের পুত্র আজিজুর রহমান নিখোঁজ রয়ে গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version