Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ট্রলারডুবি: নিখোঁজ তিন শ্রমিক

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কপোতাক্ষ নদীতে ট্রলারডুবির ঘটনায় ৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার প্রতাপনগরের শ্রীপুর-কুড়িকাহানিয়া এলাকায় কপোতাক্ষ নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের বাবর আলী (৪৫), ভজলে সোনার ছেলে শফিকুল ইসলাম (৫০) ও পুইজালা গ্রামের আব্দুল আজিজ (৪৫)। নদী সাতরে ডাঙায় ওঠা শ্রমিক বকচর গ্রামের হোসেন সরদারের ছেলে মাহবুব হোসেন (২৪) জানান, তারা ১২ জন শ্রমিক ট্রলার যোগে কপোতাক্ষ নদী দিয়ে কুড়িকাহনিয়ায় লঞ্চ ঘাটের পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাধের ভাঙন বাধার কাজে যাচ্ছিলেন। এ সময় বেড়ি বাধের ভাঙনের পানির ¯্রােতে তাদের ট্রলারটি ডুবে যায়। তিনি আরও জানান, ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে তিন জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বাকীরা নদী সাতরে উপরে আসলে স্থানীয়রা তাদেরকে হাসপাতালে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। মাহবুব হোসেন জানান, ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শ্রমিকদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version