জানুয়ারি ৬, ২০২১
কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই: ভোটারদের মধ্যে নানা গুঞ্জন
কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রী প্রতিদ্ব›দ্বী প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে। আগামী ৩০ জানুয়ারি আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আক্তারুল ইসলাম ও তার সহধর্মিণী নাসরিন সুলতনা মনোনয়ন পত্র সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন। ইতোমধ্যে যাচাই বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা লাভ করেছে। স্বামী-স্ত্রীর মনোনয়ন বৈধতা লাভ করার পর পৌরসভার কৌত‚হলী ভোটারদের মধ্যে নানান গুঞ্জন জন্ম নিয়েছে। যদিও আগামী ১০ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। পৌরসভার বিভিন্ন এলাকার চায়ের দোকান, রেস্টুরেন্ট, কফি-শপে উপস্থিত উৎসুক ভোটারদের মধ্যে একটাই আলোচ্য বিষয়। স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতার মাধ্যমে প্রার্থী হিসাবে মেয়র পদে একজন প্রতিদ্ব›িদ্বতা করবেন? নাকি উভয় প্রার্থী একই পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন। তবে কৌত‚হলী ভোটাররা আগামী ১০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকবেন বলেও জানিয়েছেন একাধিক ভোটার। এ ব্যাপারে মেয়র পদপ্রার্থী আক্তারুল ইসলাম জানান, ‘প্রয়োজনে উভয়ই মেয়র প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করব’। 8,613,584 total views, 5,241 views today |
|
|
|