জানুয়ারি ৬, ২০২১
স্বচ্ছতার ভিত্তিতে আমন ধান ও চাল সংগ্রহ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান
নিজস্ব প্রতিনিধি : “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর উপজেলার অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ জানুয়ারি) বেলা ১২টায় সদর উপজেলা খাদ্য গুদামে সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার আভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারব না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন। পৃথিবীকে আমরা এখন হাতের মুঠোয় পেয়েছি সেটা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের অবদান। তিনি আরো বলেন, স্বচ্ছতার ভিত্তিতে আমন ধান ও চাল সংগ্রহ করতে সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান। ধান ও চাল এর সাথে ক্রয় মূল্যের সমন্বয় করা বিষয়ে রাইচ মিল মালিকদের যুক্তি সংগত ও ন্যায্য দাবি আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করব।’ 8,416,922 total views, 695 views today |
|
|
|