জানুয়ারি ১১, ২০২১
সাতক্ষীরার সড়ক উন্নয়নে মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের উন্নয়নের লক্ষে দেবহাটার পারুলিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহম্মদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক বর্তমান ১৮ ফিট প্রসস্থের স্থলে ৩৪ থেকে সর্বোচ্চ ৪০ ফিট প্রসস্থের আঞ্চলিক মহা-সড়ক ক্যাটাগরিতে উন্নীত করণের কাজ শীঘ্রই শুরু হবে’। তিনি আরও বলেন, ‘সুন্দরবন পর্যন্ত ৬২ কিলোমিটার বিস্তৃত সাতক্ষীরা কালীগঞ্জ সড়কটি বর্তমানে ১৮ ফিট প্রসস্থ রয়েছে। সদর উপজেলা, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলাকে এই একটি মাত্র সড়কে সরাসরি সংযুক্ত করেছে। তাছাড়া এ সড়ক হয়ে আশাশুনীতেও সহজে যাতায়াত সম্ভব। সাতক্ষীরা জেলা দেশের মধ্যে অন্যতম সম্ভাবনাময় একটি জেলা। সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের পাশাপাশি জেলার কাঁকড়া, গলদা ও বাগদা চিংড়ীসহ পণ্য রপ্তানি কার্যক্রম ছাড়াও প্রতিদিন হাজারও পণ্যবাহী ও গণ-পরিবহণ যাতায়াতের একটিই পথ সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক। সড়কের দু-পাশে পর্যাপ্ত জায়গা থাকা সত্তে¡ও বর্তমান প্রেক্ষাপটের চাহিদার তুলনায় সড়কটি অত্যান্ত সংকীর্ণ। ফলে প্রতিনিয়ত এ সড়কে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। দক্ষিনাঞ্চলের অর্থনীতির উন্নয়ন ও সাধারণ মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে জনগুরুত্বপূর্ণ সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের ৬২ কিলোমিটার উন্নীতকরণের প্রকল্প গ্রহণ করেছে সরকার। যাতে করে চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরের তোড়জোড় চলছে বলেও জানান সচিব সফিকুল আহম্মদ’। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সড়ক পরিবহণ ও মহা-সড়ক বিভাগের উপ-সচিব মো. সামীমুজ্জামান, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, খুলনা সওজ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, খুলনা সড়ক সেক্টরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী তপশী দাশ, সাতক্ষীরা জেলা সওজ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীনও উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 8,416,772 total views, 545 views today |
|
|
|