Site icon suprovatsatkhira.com

মেডিকেলের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপালের ডাস্টবিন থেকে একটি নবজাতক উদ্ধার হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) সকালে ডাস্টবিন থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয়রা মেডিকেল কলেজ হাসপাতালে জানালে নার্স ও ডাক্তাররা এসে ওই নবজাতককে উদ্ধার করে। নবজাতকটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত¡াবধানে চিকিৎসাধীন আছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: কুদরত ই খোদা জানান, ‘রবিবার সকালে হাসপাতালের রোগীরা ডাস্টবিনের মধ্যে একটি নবজাতকের কান্না শুনতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত সেবিকারা শিশুটিকে চিনতে পারে। সম্প্রতি ৫ দিনের (বালক) ওই নবজাতককে নিয়ে তার মা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সে শিশুটির নাম না দিলেও নিজের নাম দেয় হীরা (৩০) এবং ঠিকানা দেয় সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রাম। গতকাল রাতে ওই মা হাসপাতাল ত্যাগ করার সময় ডাস্টবিনে শিশুটিকে ফেলে দিয়েছে বলে ধারণা করছি’। তিনি আরও জানান, ‘শিশুটি প্রিম্যাচিউড (অপুষ্ট) নবজাতক। তবে বর্তমানে শিশুটি হাসপাতালে ভাল আছে। নবজাতকটি পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসক ও সদর থানাকে অবগত করা হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version