Site icon suprovatsatkhira.com

মুজিব শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী কম্বল বিতরণ

ঝাউডাঙ্গায় দুস্থ শীতার্ত, বৃদ্ধ, শিশু ও ছিন্নমূল শতাধিক মানুষের বাড়িতে কম্বল পৌঁছে দিলেন আ.লীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী জয়দেব ঘোষ
বিশেষ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে মাসব্যাপী কম্বল বিতরণের অংশ হিসেবে ঝাউডাঙ্গা ইউনিয়নে শতাধিক দুস্থ শীতার্ত, শিশু ও ছিন্নমূল মানুষের বাড়িতে ঘুরে ঘুরে শীতের উষ্ম কম্বল হাতে তুলে দিলেন সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের আ.লীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী জয়দেব কুমার ঘোষ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে (১৪ জানুয়ারি) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাচিমপুর ও রাজবাড়ী গ্রাম ঘুরে তিনি এ কম্বল বিতরণ করেন। জয়দেব ঘোষ সদর উপজেলা শেখ রাসেল শিশুকিশোর পরিষদের সহ সভাপতি ও ঝাউডাঙ্গা মহা শ্মশান মন্দির কমিটির সাধারণ সম্পাদক। এদিকে কম্বল পেয়ে হাচিমপুর গ্রামের ইউসুফ আলী, কুতুব উদ্দীন, হাকিমা খাতুনসহ কয়েকজন বলেন, গত ২০ বছরের মধ্যে ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বর কেউ আমাদের খোঁজ-খবর নেয়নি। অথচ আজ এই শীতের মধ্যে আমাদের গ্রামের সন্তান জয়দেব নিজে গ্রাম ঘুরে অসহায় ব্যক্তিদের কম্বল দিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে গ্রামের অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করে আসছে। তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামের সন্তান জয়দেব ঘোষকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকব এবং ভোট দিয়ে জয়দেবকে চেয়ারম্যান নির্বাচিত করব। রাজবাড়ী গ্রামের বৃদ্ধা চিন্তা মনি ঘোষ কম্বল পেয়ে তরুন এই চেয়ারম্যান প্রার্থীকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন। এসময় তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা সবাই মিলে তোমাকে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করব। আমরা সবাই তোমার পাশে আছি। রাজবাড়ী ও হাচিমপুর গ্রামের অঞ্জুলী, মাজেদ, জলিল, মজিদ, সিরাজুলসহ দুই গ্রামবাসীরা জানান, আমরা গরিব সে জন্য ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বররা এখানে আসে না। শুধু ভোটের সময় বিভিন্ন আশ্বাস দিয়ে চলে যায়। তবে এবার নির্বাচনে আমাদের সন্তান জয়দেবকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করব। জয়দেব অসহায় গরিবের বন্ধু, সে সবসময় আমাদের পাশে থাকে। আমরা সবাই এক হয়ে জয়দেবের জন্য কাজ করব। এ সময় চেয়ারম্যান প্রার্থী জয়দেব কুমার ঘোষ সাংবাদিকদের জানান, মাসব্যাপী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাছে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী দেশের উন্নয়নের জন্য তরুনদের এগিয়ে আসতে বলেছেন। আমি আ.লীগের ক্ষুদ্র কর্মী ও তরুন প্রতিনিধি হিসেবে সেই কাজটি করার চেষ্টা করছি। ইউনিয়নে দীর্ঘদিন পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করে আসছি। অবহেলিত ঝাউডাঙ্গা ইউনিয়নকে মডেল ও পরিকল্পিত বসবাস যোগ্য করে তুলতে এবং অসহায় মানুষের ভাগ্য-উন্নয়নের জন্য আসন্ন নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করব। এজন্য ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের মানুষের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ঘোষ, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মন্দির কমিটির উপদেষ্টা নিমাই চন্দ্র ঘোষ, ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অলিয়ার রহমান, আ.লীগ নেতা ফিরোজসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতা-কর্মীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version