Site icon suprovatsatkhira.com

বড়দলে ইটভাটা থেকে সাড়ে তিন একর খাস জমি উদ্ধার

বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির বড়দলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের জন্য সাড়ে তিন একর খাস জমি উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে তিনি ৮ নং ওয়ার্ডের মধ্যম বড়দল গ্রামের বড়দল মৌজায় ১ নং খাস খতিয়ানের ৪৯৪ দাগের বাটা ১৬৬০ দাগসহ অন্যান্য দাগ থেকে ৩.৫০ একর জমি উদ্ধার করেন। জমিগুলো একসনা ডিসিআর নিয়ে আরএসবি ইটভাটা মালিক ব্যবহার করে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মজিদ ও সার্ভেয়ারকে সাথে নিয়ে মাপ-জরিপ করে লাল ফ্লাগ ও সাইনবোর্ড বসিয়ে সরকারি সম্পত্তির সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এ জমির পাশেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের ৫০টি গৃহ নির্মাণ কার্যক্রম চলছে। ইতোমধ্যে প্রায় ২০ ঘরের কাজ শেষের পথে। উদ্ধারকৃত জমিতে আরও ঘর বরাদ্দ বা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য মিষ্টি পানির আধার করা যেতে পারে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি সদস্য আব্দুর রশিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version