Site icon suprovatsatkhira.com

পৌর নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ১৪ দলের নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পৌরসভা নির্বাচনে বিজয়ের লক্ষ্যে জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের কনফারেন্স রুমে ১৪ দলের আহŸানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মতবিনিময় সভায় ১৪ দলের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ নাসেরুল হক’র বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান এবং জেলা জাতীয় পার্টি তাদের দলীয় প্রার্থী না থাকায় দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে জানান।
সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মো. আছাদুল হক, শেখ সাহিদ উদ্দিন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জাসদ জেএসডি সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন সম্পাদক অ্যাড. ওসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. অনিত মুখার্জী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে.এম ফাত্তাহ, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, শেখ আব্দুর রশিদ, মো. শাহাজান আলী, মো. সাহাদাৎ হোসেন, মো. আসাদুজ্জামান অসলে, শেখ মনিরুল হোসেন মাসুম, জাসদ নেতা শেখ জাকির হোসেন, জাতীয় পার্টির নেতা শেখ শরিফুজ্জামান বিপ্লব, শেখ আব্দুস সাদেক, আওয়ামী লীগ নেতা অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ ও খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এসময় জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version