Site icon suprovatsatkhira.com

দেবহাটা উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

দেবহাটা প্রতিনিধি : দায়িত্ব-ভার গ্রহণ করেছেন দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বুধবার (০৬ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি। শপথ গ্রহণকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে দুপুর আড়াইটার দিকে সরাসরি উপজেলা পরিষদে ফিরে দায়িত্ব-ভার গ্রহণ করেন তিনি। এ সময় দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার তাছলিমা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা মুজিবর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে দায়িত্ব-ভার গ্রহণ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবর রহমান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ণ অফিসার শফিউল বশার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী, বনায়ন অফিসার আহছানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, তথ্য অফিসার মৌসুমী খাতুন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা মন্ডল, আওয়ামী লীগ নেতা শরীফ বিশ্বাস, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, কুলিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী প্রাণনাথ দাশ, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ভোলা, ইউপি সদস্য আবুল কাশেম, নুরজামান সরদার, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ সোহাগ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ২৫ হাজার ৪শ ৬৪ ভোট পেয়ে মুজিবর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version