Site icon suprovatsatkhira.com

জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। মঙ্গলবার (০৫ জানুয়ারি) জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের পরিচালনায় ৪টি ভ্রাম্যমাণ আদালতে ২১ মামলায় অর্থদন্ডের মাধ্যমে ১১ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশনা এবং সার্বিক তত্ত¡াবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়। এছাড়া করোনাকালে বিগত ০১ নভেম্বর ২০২০ হতে ০৫ জানুয়ারি ২০২১ পর্যন্ত পরিচালিত মোট ২শ’ ৭৩টি মোবাইল কোর্ট অভিযানে ৬শ’ ৯৬টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৬ লক্ষ ৬৪ হাজার ৭শ’ ২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version