Site icon suprovatsatkhira.com

কাজে ধীরগতি ধুলোবালিতে অতিষ্ঠ কলারোয়া পৌরবাসী

কলারোয়া (পৌর) প্রতিনিধি : সাতক্ষীরা টু যশোর প্রধান সড়কের কলারোয়া ওয়ারিয়া গোপীনাথপুর হতে ব্রজাবস্ক পর্যন্ত রাস্তা সংস্কার কাজের ধীর গতির ফলে অতিষ্ঠ হয়ে উঠেছেন কলারোয়া পৌরবাসী। ধুলা-বালির কারণে সড়কের পার্শ্ববর্তী বাসিন্দা ও ব্যবসায়ীরা হাঁপানি অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিগত তিন থেকে চার মাস আগে রাস্তার কাজ শুরু হলেও এখনও পর্যন্ত রাস্তার অর্ধেক কাজ শেষ হয়নি বলে অভিযোগ ধুলোবালিতে অতিষ্ঠ পৌরবাসীর। মুরারীকাটি এলাকার বাসিন্দা আব্দুল জলিল জানান, ‘কয়েকমাস আগে রাস্তা খুঁড়ে রেখেছে সংস্কারের জন্য। প্রধান সড়কে যানবাহন চলাচলের ফলে ধুলোবালি উড়ে চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদেরতো বাড়িতে থাকাই মুশকিল হয়ে পড়েছে’। কলারোয়া পৌর সদরের বাসিন্দা ওহাবুজ্জামান মন্টু জানান, ‘রাস্তার পাশেই আমার ব্যবসা প্রতিষ্ঠান। সকালে দোকান খুললে দুপুরের আগেই দোকানের মালামাল ও জিনিসপত্র ধুলোবালিতে ভরে যাচ্ছে। শীতকালে শুষ্ক আবহাওয়ায় দিনে দুইবার রাস্তায় পানি দিলেও ধুলোবালিতে কাদা সৃষ্টি হয়ে কিছুক্ষণ পরেই আবার যানবাহনের চাকায় ধুলা হয়ে ওড়া শুরু করছে। এতে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। করোনা ভাইরাসের এই সময়ে ধুলোবালির কারণে বেশি ঝুঁকিতে পড়ছে হাঁপানি অ্যাজমার রোগীরা। জনস্বার্থে কাজের বিলম্ব না করে দ্রæত সংস্কার কাজ শেষ করলে ধুলোবালির হাত থেকে কলারোয়াবাসী রেহাই পেত’। এ বিষয়ে দ্রæত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন কলারোয়া পৌরবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version