Site icon suprovatsatkhira.com

কাউন্সিলার পদপ্রার্থী অনজুর নির্বাচনি অফিসে হামলায় একজন আহত

ডেস্ক রিপোর্ট : আগামী ১৪ ই ফেব্রুয়ারি আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনকে ঘিরে পৌর ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী শেখ আসাদ আহম্মেদ অনজুর নির্বাচনি অফিসে হামলার অভিযোগ উঠেছে অপর প্রার্থী কাউন্সিলার প্রার্থী কাজী ফিরোজ হোসেন সমর্থকদের বিরুদ্ধে।

হামলার শিকার আহত শেখ মফিজুল ইসলাম বাবু সুলতানপুর কাজীপাড়া এলাকার মৃত শেখ রেজোয়ান হোসেন মধুর ছেলে ও অনজুর কর্মী সমর্থক।

রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সুলতানপুর রোম টেইলার্সের মোড়ে অনজুর নির্বাচনি অফিসে এ হামলার ঘটনায় আহত শেখ মফিজুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ‘সাকী সাহেবের বাড়ির পূর্ব পাশে অঞ্জুর নির্বাচনি অফিসে কাউন্সিলার পদপ্রার্থী অঞ্জু’র বিপক্ষের প্রার্থী কাজী ফিরোজ হাসানের কর্মী সমর্থক সুলতানপুর সরদার পাড়া এলাকার আঃ মালেক মল্লিকের ছেলে মো: আব্দুর রহিম মল্লিক, একই এলাকার আক্তারুল ইসলামের ছেলে মো. আবুল কাশেম, সাহাপাড়া এলাকার মো. সবুজ বাছাড়, ঝিলপাড়ার রেজাউল ইসলামের ছেলে মো. রাজীব, নুরু গাইনের ছেলে মো. ইবাদুলসহ ৭ থেকে ৮ জন লোহার রড, লাঠি, রামদা নিয়ে হামলা চালায় ও অফিসের আসবাবপত্র, ল্যাপটপ, টিভি ভাঙচুর করে।

এ সময় তাদেরকে বাধা দিতে গেলে কাউন্সিলার পদপ্রার্থী অনজু সমর্থদের মধ্যে শেখ মফিজুল ইসলাম বাবুকে তারা রক্তাক্ত জখম করে’। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজ আক্তার জানান, ‘আহত মফিজুল ইসলাম বাবুর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা খুব ভালো না। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাকে নিরাপদ বলা যাচ্ছে না’।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version