জানুয়ারি ৮, ২০২১
উঠান বৈঠকে দেয়া কথা রাখলেন এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া এলাকায় কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় সদরের ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঠিকাদার আশরাফুল কবীর খোকন, কবির হোসেন, ইউপি সদস্য আনিছুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব, অলোক ঘোষ প্রমুখ। সদরের ধুলিহর ইউনিয়নের মেইন রোড হতে দরবাস্তিয়া অভিমুখে ফয়জুল্লাহপুর কালভার্ট পর্যন্ত ১ কি. মিটার কার্পেটিং রাস্তা ৮০ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি সাতক্ষীরা বাস্তবায়ণে সড়কটি নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে এমপি রবির উদ্ভাবন উঠান বৈঠকে কথা দেওয়া রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করে এলাকাবাসীর দাবি পূরণ করায় এমপি রবিকে মন খুলে দোয়া ও আশীর্বাদ করেছে এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ও পথচারীদের মাঝে আনন্দ ও উচ্ছ¡াস লক্ষ্য করা গেছে। এলাকাবাসী ও পথচারীরা বলেছে এমপি তো এমনই হওয়া উচিত। যে কথা সেই কাজ। তারা বারবার তাদের মাঝে এমপি রবিকে চাই।’ এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,416,935 total views, 708 views today |
|
|
|