কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মাস্টার আলমগীর আজাদ প্রচারণা শুরু করেছেন। গত ২ জানুয়ারি সন্ধ্যায় তিনি ব্যতিক্রমধর্মী নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
সরেজমিন দেখা গেছে, ইশতেহার অনুযায়ী প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ার সুবিধার কথা তুলে ধরে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা নৌকার কান্ডারি, আমি সহযাত্রী।’
আমি নৌকার মাঝি হিসেবে অবহেলিত সোনাবাড়িয়া ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করে জীবনযাত্রা,সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি, দখল বাণিজ্য প্রতিরোধ এবং জবাবদিহিতামূলক কার্যকর শিক্ষা, বেকারদের কর্মসংস্থান, শিশুদের ন্যায্য অধিকার, নিরাপদ পানির ব্যবস্থা, শিশুপার্ক ও যোগাযোগ খাতের উন্নয়নে কাজ করে যাব। এমনি নানা প্রতিশ্রæতির কথা ইশতেহারে উল্লেখ করে শনিবার সন্ধ্যায় সোনাবড়িয়া মাদরা বাজারে তিনি ভোটারদের মাঝে ঘোষণা দেন। সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম সভাপতিত্বে আলমগীর আজাদ, ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোনাবাড়িয়ায় আলমগীর আজাদের প্রচারণা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/