Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার দুটি পৌরসভায় মোট ভোটার ১১০৫০৪ জন

নুর মনোয়ার : সাতক্ষীরা সদর ও কলারোয়া পৌরসভায় ভোট গ্রহণের তারিখ ঘোষনা হয়েছে। সঙ্গত কারনেই স্থানীয় সরকার নির্বাচনের হাওয়ায় দুলছে ভোটাররা। প্রার্থীরাও পাল্লাদিয়ে করছেন দৌড়ঝাপ। সাতক্ষীরার আগে কলারোয়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সেখানে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর চলছে প্রতীক বরাদ্ধের কাজ। এর পরের ধাপে সাতক্ষীরা পৌরসভায় নির্বাচন হবে। তাই থেমে নেই প্রার্থীরা। ভুলিয়ে ভালিয়ে নির্বাচনী কর্মী ঠিকরাখাসহ ভোটরদের পক্ষে রাখতে প্রার্থীরা চাইছেন দোয়া আশির্বাদ। নিজ নিজ পরিচয় তুলে ধরে পৌরবাসির নজর কাড়তেও নানা রংয়ের ব্যানার ফেষ্টুন দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
অন্যদিকে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, চলতি ২০২১ সালের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে। আইন অনুযায়ী মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের ঐ প্রতিষ্ঠানের ভোট করতে হবে। দেশের ৩২৯ টি পৌরসভা ও ৪৫৫৪ টি ইউনিয়ন পরিষদে ধাপে ধাপে ফেব্রæয়ারির মধ্যে পৌরসভা এবং পরবতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হবে। ইতিমধ্যে ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। সাতক্ষীরা দুটি পৌরসভার মধ্যে তৃতীয় ধাপে কলারোয়া পৌরসভা এবং চতুর্থ ধাপে সাতক্ষীরা পৌরসভা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কলারোয়া পৌরসভা ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২১২৮০ জন এর মধ্যে পুরুষ ১০২৮৪ জন এবং মহিলা ১০৯৯৬ জন। সাধারণ ওয়ার্ড ৯ টি, সংরক্ষিত ওয়ার্ড ৩ টি, মোট ভোট কক্ষ ৬৩টি, অস্থায়ী ভোট কক্ষ ৩টি।
সাতক্ষীরা পৌরসভা ১৪ ফেব্রæয়ারি ইভিএম পদ্ধতিতে ৩৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৮৯২২৪ জন এর মধ্যে পুরুষ ৪৩৮০৬ জন এবং মহিলা ৪৫৮০৬ জন। সাধারণ ওয়ার্ড ৯ টি এবং সংরক্ষিত ওয়ার্ড ৩ টি, স্থায়ী ভোট কক্ষ ২৩২ টি এবং অস্থায়ী কক্ষ ১৬ টি। সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ২৪৮ টি ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির জানান, আমাদের সকল পদ্ধতির নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে। আশা করি সাতক্ষীরা দুটি পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের মতে ঝুঁকিপূর্ণ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ। সাতক্ষীরা ঝুঁকিপূর্ণ পৌরসভা বলতে আপনি কোন বিষয়গুলি ঝুঁকিপূর্ণ মনে করেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামগ্রিক বিষয় বিবেচনা করে মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version