জানুয়ারি ১৪, ২০২১
শোভনালীর বাঁশদহ নদীতে বিকল্প কাঠের ব্রিজের উদ্বোধন
![]() শোভনালী (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির কামালকাটি-শালখালি বাজার সংলগ্ন বাশদহ নদীতে বিকল্প কাঠের ব্রিজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সর্বসাধারণের চলাচলের জন্য জনগুরুত্বপূর্ণ এ ব্রিজের শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বাশদহ নদীর উপর ব্রিজটি বিগত কয়েক মাস আগে ভেঙে যাওয়ায় শোভনালী ইউনিয়নের বদরতলাসহ পার্শ্ববর্তী এলাকা ও দেবহাটা উপজেলার সাথে আশাশুনি সদরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ সময় সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে নানারকম দুর্ভোগ পোহাতে হতো। সাধারণ মানুষের কথা ভেবে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর সার্বিক সহযোগিতায় ও শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেনের তত্ত¡াবধানে বিকল্প এ কাঠের ব্রিজের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আ’লীগ নেতা আব্দুস সামাদ বাচ্চু, সঞ্জয় কুমার দাস, ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, উদয় কান্তি বাছাড়, আলমগীর হোসেন, ফারুক হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 2,435,149 total views, 2,157 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|