ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম-শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহ’ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে লাবসা বাইপাস সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ৫০টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। এ সময় র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর অধিনায়ক সিনিয়র এএসপি মো. বজলুর রশীদসহ র্যাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।