ডেস্ক রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শত বর্ষ উদযাপন উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১। বৃহস্পতিবার বেলা ১১টায় ‘র্যাব সেবা সপ্তাহ’ এর আয়োজনে শহরের সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে ৩শ’ শীতার্ত অসহায় ব্যক্তিদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা র্যাব ক্যাম্পের সিনিয়র ডিএডি এসএম ফরহাদ হাসান, ডিএডি মো. নজরুল ইসলাম, ডিএডি মো. জিয়াউল হক, ডিএডি মো. মিজানুর রহমান, ডিএডি মো. আঃ রহিম, এসআই আলমাছ মিয়া, এসআই রেজাউল করিম, কোম্পানি সিএসআই মো. সাইদুর রহমান, অফিস সহকারী মো. ঝন্টু মিয়া সহ আরও অনেক র্যাব সদস্যের উপস্থিতিতে সুন্দর ও সু-শৃঙ্খল পরিবেশে শীত বস্ত্র বিতরণ করা হয়।
মুজিববর্ষে র্যাবের কম্বল বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/