Site icon suprovatsatkhira.com

মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করুন-ওসি গোলাম কবির

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির বলেছেন, ‘যার যার সামাজিক অবস্থান থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করুন। তাদের অবস্থান সম্পর্কে নির্ভয়ে নিজের নাম গোপন রেখে পুলিশকে অবহিত করে নিজেকে দেশ প্রেমী সচেতন নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করুন। এলাকার কয়েকটি বখাটেকে শায়েস্তা করতে পারলেই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে। আর বাল্য বিবাহ দিয়ে মেয়েদের মৃত্যুমুখে ঠেলে দেবেন না। সুশিক্ষা দিয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলুন। প্রত্যেক অভিভাবকই নিজ নিজ সন্তানদের খোঁজ খবর নিন এবং তাদের দৈনন্দিন কর্মকাÐ পর্যবেক্ষণ করুন তাহলেই সে ভাল থাকবে’। রবিবার (০৩ জানুয়ারি) বিকালে খাজরার চেউটিয়া এজিএম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে মতবিনিময় সভা ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাজরা ইউনিয়নবাসীর আয়োজনে প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সাইফুল ইসলাম বাচ্চুর সহযোগিতায় মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে এলাকাকে অশান্ত করার চেষ্টা করলে তার পরিণতি খুব ভয়াবহ হবে। যে অপরাধ করবেন পরিচয় না দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’। খাজরা ইউনিয়ন বিট অফিসার এসআই মামুন হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মাহফুজুর রহমান ও এসআই জাহাঙ্গীর আলম। সভা শেষে এলাকার শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version