জানুয়ারি ৩০, ২০২১
ভোটারদের উপস্থিতিতে সরগম কলারোয়ার ভোট কেন্দ্রগুলো
![]() কলারোয়া প্রতিনিধি : সকাল ৮টা থেকে শুরু হয়েছে কলারোয়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। সুষ্ঠু নির্বাচনি পরিবেশে শীতকে উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সরগম করে তুলেছে পৌর এলাকা। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রতীকে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন। 2,587,202 total views, 292 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|