জানুয়ারি ১৪, ২০২১
তালায় ওয়াইল্ড লাইফ মিশনের অভিযানে বিপন্ন পাখি উদ্ধার
![]() তালা প্রতিনিধি : তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসানের নির্দেশনায় তালায় বিপন্ন প্রজাতির পাখি শিকার রোধ ও আটক পাখি উদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার মহান্দি, রহিমাবাদ ও বেতগ্রামে অভিযান চালিয়ে পাখি ও পাখি শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া পাখি উন্মুক্ত করে ফাঁদগুলো ভেঙে দেয়া হয়। তালা উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুচ আলী’র উপস্থিতিতে বাংলাদেশ জীব-বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন’র অঙ্গ সংগঠন- ওয়াইল্ড লাইফ মিশন বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তালার রহিমাবাদ গ্রামের হাকিম শেখ এর বাড়ি থেকে খাঁচায় আটক ৩টি বিপন্ন প্রজাতির ঘুঘু পাখি, মহান্দি গ্রামের বজলু ওরফে ভজুর বাড়ি থেকে আটক বিপন্ন প্রজাতির ১১টি মুনিয়া পাখি ও ১টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়। এছাড়া বেতগ্রামের ইউছুপ মোড়ল’র বাড়ি থেকে ১টি ডাউক ও ১টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখিদের মধ্যে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ১টি ডানা কাটা শিকারি ঘুঘু উড়তে অক্ষম হওয়ায় সেটি চিকিৎসার জন্য হেফাজতে রাখা হয় এবং অন্য পাখিগুলো অবমুক্ত করা হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান বৃহস্পতিবার দুপুরে উপজেলা বন বিভাগ থেকে পাখিগুলো অবমুক্ত করেন। একই সাথে উদ্ধার হওয়া পাখি ধরার ৮টি বিশেষ খাঁচা এবং ফাঁদের সরঞ্জাম নষ্ট করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন। পাখি উদ্ধার অভিযানে অন্যান্যের মধ্যে ওয়াইল্ড লাইফ মিশনের সাধারণ সম্পাদক শিক্ষক মো. রাশেধ বিশ্বাস, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, বন বিভাগের স্টাফ মো. ইউনুচ আলী, ওয়াইল্ড লাইফ মিশনের সাংগঠনিক সম্পাদক রায়হান প্রিন্স, প্রচার সম্পাদক জসিম শেখ এবং সদস্য তানভীর হুসাইন বাবু ও আবীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান বলেন, পাখি শিকার এবং খাঁচায় পাখি আটকিয়ে রাখা দন্ডনীয় অপরাধ। পাখি শিকার এবং ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, যাদের কাছে পাখি সহ অন্যান্য বন্য প্রাণী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। 2,435,020 total views, 2,028 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|