স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে চলন্ত পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৮ জানুয়ারি) বেলা ১২ টার দিকে ঝাউডাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় চালকের সাহসিকতার জন্যে ট্রাক বোঝাই পণ্যের আংশিক আগুনে পুড়ে গেলেও রক্ষা পেয়েছে সড়কের পার্শ্ববর্তী বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্ক-শিট ভর্তি একটি ট্রাক চট্টগ্রাম থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় ঝাউডাঙ্গা বাজারে যানজটে আটকিয়ে যায়। এরমধ্যে ট্রাকের পিছন দিক থেকে ট্রাক ভর্তি কর্ক-শিটে আগুনের লেলিহান শিখা দেখা যায়। চালক তার লুকিং গøাস দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে দ্রæত ট্রাকটি বাজারের দোকান এলাকা থেকে সামনে নিরাপদ জায়গায় নিয়ে যায়। মুহ‚র্তেই আগুনের তীব্রতা বেড়ে যায়। ওই ট্রাকের চালক দিপংকর জানান, ট্রাকের পিছনে আগুন দেখে আমি ট্রাকটি দ্রæত নিরাপদ স্থানে নিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। তাছাড়া খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, চালকের সাহসিকতার জন্য ঝাউডাঙ্গা বাজারে অনেক বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রেহাই পেয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কোন কারণ তিনি জানাতে পারেননি। তিনি আরও জানান, ‘অগ্নিকান্ডে ট্রাকের কিছু পণ্যের ক্ষতি হয়েছে তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি’।
ঝাউডাঙ্গায় চলন্ত ট্রাকে অগ্নিকান্ড: সাহসিকতার পরিচয় দিলেন চালক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/