Site icon suprovatsatkhira.com

গদাই বিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন কৃষকলীগ নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০১নং ওয়ার্ড, শাল্যে, বেড়াডাঙ্গী, গোপীনাথপুর, তালতলা এ সকল গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ হল গদাই বিল। জমির পরিমাণ ৪ হাজার বিঘা। বেতনা নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় এবং নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় এ সকল অঞ্চলের পানি ¯øুইচ গেট দিয়ে নিষ্কাশন হচ্ছে না। সে কারণে ওই সকল জমিতে বোরো আমন সহ কোন ধান চাষ করা সম্ভব হচ্ছিল না। যে কারণে ওই এলাকার কৃষকেরা খুব কষ্টে দিনাতিপাত করছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে। আর এ ঘোষণাকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও গদাই বিল সুরক্ষা কমিটির সভাপতি মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে আপামর জনগণকে সাথে নিয়ে বুধবার (২০ জানুয়ারি) সকালে গদাই বিল ¯øুইচ গেট সংলগ্ন স্থানে সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, মো. মাহমুদ্দিন লস্কর, মো. আব্দুল্লাহ, মো. মামুন হোসেন, মো. রাকিবুল্লাহ, মো. নূরুল হক, মো. আকবর আলী, মো. মোতালেব হোসেন, মো. মিজানুর রহমান, মো. সাইফ হাসান বাবু প্রমুখ। ২০২০ সালের নভেম্বরের ২০ তারিখ থেকে অদ্যাবধি ৭টি মটর চালিত সেচ পাম্প ও দুটি ডিজেল চালিত ইঞ্জিন বিলের পানি নিষ্কাশনের কাজ চলছে। যা অত্যন্ত ব্যয় বহুল। যার জোগান দিতে হিমশিম খাচ্ছে অত্র এলাকার দরিদ্র কৃষকরা। এ কারণে সরকারি সাহায্য সহযোগিতার প্রয়োজন। বিল কমিটির সভাপতি মো. মঞ্জুর হোসেন সরকারের বা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। যাতে গদাই বিলের ৪ হাজার বিঘা জমির পানি নিষ্কাশন করে সময় মত বোরো ধান চাষ করতে পারে। মাঘ মাসের ১৫ তারিখের মধ্যে সেচ কাজ সম্পন্ন করতে পারলে কৃষকরা সময় মতো বোরো ধান চাষ করতে সক্ষম হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version