Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে বন্ধু মহল ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর যুব মিলনী সংঘের উদ্যোগে বড়শিমলা কারবালা মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সাতপুর ক্রীড়া পরিষদ টসে জিতে ইন্দ্রনগর বন্ধু মহল ক্রিকেট একাদশকে ব্যাটিংয়ে পাঠায়। তারা নির্ধারিত ১৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সাতপুর ক্রীড়া পরিষদ ১৩ ওভার ১ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৭৮ রান করতে সক্ষম হয়। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন সাতপুর ক্রীড়া পরিষদের খেলোয়াড় আব্দুল হান্নান এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের আল- আমিন। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন আব্দুস সামাদ ও আবুল কালাম। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ইন্দ্রনগর বন্ধু মহল ক্রিকেট একাদশকে ৫ হাজার টাকা ও রানার্স আপ দল সাতপুর ক্রীড়া পরিষদকে ৩ হাজার টাকা তুলে দেয়া হয়। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলায় প্রধান অতিথি ছিলেন নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফিরোজ কবির কাজল। ইউপি সদস্য আব্দুল খালেক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, সাবেক ছাত্রনেতা মাস্টার শফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস সাহেব, ভাড়াশিমলা ইউপি’র চেয়ারম্যান পুত্র শফিকুল ইসলাম প্রমুখ। খেলায় সার্বিক তত্ত¡াবধানে ছিলেন কামদেবপুর যুব মিলনী সংঘের সাধারণ সম্পাদক শেখ ওজিবার রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version