Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে যুব নারীর দক্ষতা বৃদ্ধিতে উদ্ভাবনী প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে যুব নারীর দক্ষতা বৃদ্ধিতে উদ্ভাবনী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকালে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সংগঠনের পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান। এসময় তিনি বলেন, সমাজে পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে। সমাজের উন্নয়ন করতে হলে নারী উন্নয়ন ছাড়া সম্ভব নয়। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান তিনি। অ্যাডভোকেট জাফরুল্ল্যাহ ইব্রাহিমের সঞ্চলানায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুনসুর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, কারিতাস কালিগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার পঙ্কজ কুমার গাইন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version