নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ভূমিহীন এক ব্যক্তির বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি এলাকায়। শনিবার সকালে সরেজমিন গেলে স্থানীয় মোস্তাফিজুর রহমান, কামরুজ্জামানসহ একাধিক ব্যক্তি জানান, উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি মৌজায় ৫২ বিঘা সরকারি জমি রয়েছে। ওই জমির একপাশে প্রায় ১০ বিঘা জমিতে দীর্ঘদিন যাবৎ কয়েকটি ভূমিহীন পরিবার বসবাস করছে। বাকি ৪২ বিঘা জমি দখল করে মৎস্য ঘের করছে দেবহাটা উপজেলার নওয়াপাড়া এলাকার মোবারক আলী সরদারের ছেলে আনারুল ইসলাম (৪৮) সহ কয়েকজন। সম্প্রতি ওই প্রভাবশালীরা ভূমিহীনদের বিতাড়িত করার জন্য পাঁয়তারা করছে। যার সূত্রধরে ধরে গত ৮ জানুয়ারি সন্ধ্যা ৮ টার দিকে আনারুল গং ঘেরের বাসায় ডেক জালিয়ে রান্না করে এবং উচ্চস্বরে আওয়াজ করে গান বাজনা আনন্দ ফুর্তি করতে থাকে। এ সময় ভুক্তভোগী আবুল হোসেনসহ তার পরিবারের সদস্যরা গভীর ঘুমে মগ্ন থাকা অবস্থায় আনারুল গং অস্ত্র-শস্ত্র নিয়ে হাঁকাহাঁকি করতে থাকে। এরপর আনারুল গং তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আনারুল গংদের আষ্ফালতে তাদের কথায় জানা যায় তারা আবুল হোসেনের পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে আগুন লাগিয়েছে। এ সময় আবুল হোসেনের চিৎকারে স্থানীয়রা এসে ঘরের আগুন নিয়ন্ত্রণে আনেন বলে তারা জানান। আবুল হোসেনের বসত ঘরে আগুন দেওয়ার ফলে প্রাণহানি না হলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। অপর দিকে আনারুল গং ভোরবেলা নিজেদের ঘেরের বাসা জ্বালিয়ে মিথ্যা নাটক সাজিয়েছে বলে জানান তারা । এ ব্যাপারে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিগঞ্জে ভূমিহীনের বতস ঘরে আগুন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/