জানুয়ারি ৩০, ২০২১
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে কালিগঞ্জে নির্বাচনি আমেজ
![]() নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস শেষ হবে কবে তা এখনও অজানা বিশ্বজুড়ে। এর মধ্যে ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে কালিগঞ্জে দলীয় নেতা-কর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনি আমেজ শুরু হয়েছে। এ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। কে পাচ্ছে মনোনয়ন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে লবিং গ্রæপিং শুরু করেছে। এমনকি দলের টিকিটের জন্য জড়িয়ে পড়ছে একে অপরের সমালোচনায়। অপর দিকে বিএনপি ও জাতীয় পার্টির কিছু কিছু প্রার্থীকে মাঠে দেখা গেলেও স্বতন্ত্র তেমন কোন প্রার্থীকে মাঠে দেখা যায়নি। কৃষ্ণনগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হতে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোসলেম আলীর ছেলে সেলিম মাহমুদ। দলের জন্য ত্যাগী এই নেতাকে ২০১৩ সালে কালিগঞ্জের হাজাম পাড়ায় জামায়াতের নেতা কর্মীরা আটকিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এছাড়া রয়েছেন আওয়ামী লীগ নেতা শ্যামলী রাণী, তপন রায়, মোস্তফা কবিরুজ্জামান মন্টু। জাতীয় পার্টির প্রার্থী হতে মাঠে রয়েছে সন্ত্রাসীদের হাতে নিহত কৃষ্ণনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোর্শারফ হোসেন ও বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির কন্যা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভীন। বিএনপি’র প্রার্থী হতে মাঠে রয়েছে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল্ল্যাহ বাহার। 6,573,215 total views, 1,629 views today |
|
|
|