ডিসেম্বর ১, ২০২০
বরকতুল্লাহ বুলুর রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া
প্রেস বিজ্ঞপ্তি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও যুবদলের সাবেক সভাপতি, সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত সাবেক-মন্ত্রী বরকতুল্লাহ বুলু‘র আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের হাটের মোড়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু। সাধারণ সম্পাদক এইচ আর মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপি আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলি শাহীন, জেলা যুবদলের সাংগঠনিক শফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের আহŸায়ক আহসানুল কাদির স্বপন, যুবদল নেতা মামুন রানা সবুজ, আবু জাহিদ, সুমন রহমান, দেছের আলি মনি, ইসমাইল বাবু, মহিদুজ্জামান মুহিত, আশরাফুল ইসলাম হাবলু, পারভেজ সাজ্জাদ, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, গোলাম রব্বানি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হামিদ প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মো: কামরুল ইসলাম। 8,805,902 total views, 12,147 views today |
|
|
|