ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্যবিধি না মানায় জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ডের মাধ্যমে ৯ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত ৩টি ভ্রাম্যমাণ আদালতে ১০টি মামলায় এ জরিমানা আদায় করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় গত ০১ মার্চ, ২০২০ হতে ১৪ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১ হাজার ৪শ’ ৫৭টি মোবাইল কোর্ট অভিযানে ৩ হাজার ৭শ’ ৭৫টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৫ লক্ষ ৩০ হাজার ২৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা এবং সার্বিক তত্ত¡াবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে।