Site icon suprovatsatkhira.com

স্বল্প পরিসরে পালিত হবে শহীদ বুদ্ধিজীবী ও জাতীয় বিজয় দিবস

কলারোয়া (পৌর) প্রতিনিধি : বিশ্বব্যাপী চলমান মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কলারোয়ায় স্বল্প পরিসরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও জাতীয় বিজয় দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (০২ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি বি এম নজরুল ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক পালন ও জাতীয় বিজয় দিবস সারা দেশ ব্যাপী সরকারি দিকনির্দেশনা মোতাবেক পালনের সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মহান মুক্তিযুদ্ধ যোদ্ধাদের সংবর্ধনা, দোয়া,ও হাসপাতালে উন্নত মানের খাদ্য পরিবেশনা করার সিদ্ধান্ত হয়, তবে বিভিন্ন প্রতিষ্ঠান এর সম্মাননায় কুচকাওয়াজ হয় সেট না করার সিদ্ধান্ত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version